Header Ads

Unknown Awkward Information Google, Youtube, Facebook

গুগল (Google) সম্পর্কে কিছু অবাক করা অজানা তথ্য!

লেখক ও সম্পাদক : ইঞ্জিনিয়ার নাহিদ আলম - সাহন

হঠাৎ করে কিছু একটা বিষয়ে জানতে  ইচ্ছে করলে আমরা এখন সাধারণতই Google এর দ্বারস্থ হই। পৃথিবীতে বর্তমানে সার্চ ইঞ্জিণ এর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গুগল। গুগলের উপর আমরা এতটাই নির্ভর যে আমরা অন্য সার্চ ইঞ্জিন ইয়াহু, বিং ইত্যাদিতে হয়তো কখনো ভিজিট ই করি না। হয়তো আপনি গুগুল সার্চের মাধ্যমেই আজ এই সাইটে এসেছেন এবং আমাদের এই পোস্টেটি পড়ছেন। এই পোস্টে আমরা শেয়ার করতে যাচ্ছি গুগল এর কিছু অজানা তথ্য। তো চলুন আজ জেনে নেয়া যাক, গুগল (Google) সম্পর্কে কিছু অবাক করা অজানা তথ্য।

  • গুগল এর প্রতিষ্ঠাতারা হলেন ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন। তারা ক্যালিফোর্নিয়া স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয় এ P.hD করার সময় গুগল লাঞ্চ করেন।
গুগল এর কিছু অজানা তথ্য
  • একদম প্রথম দিকে গুগল প্রতি সেকেন্ডে মাত্র ৩৫-৪০ টি সার্চ রেজাল্ট দেখাতে পারতো। তবে গুগল এখন সেকন্ডেরও কম সময়ে মিলিয়ন এরও বেশি সার্চ রেজাল্ট দেখাতে পারে।
গুগল এর কিছু অজানা তথ্য
  • গুগল এর আসল নাম প্রথমে ছিল ‘ব্যাকরাব’।
গুগল এর কিছু অজানা তথ্য
  • গুগল চাকুরী দেয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সার্টিফিকেট এর তেমন মূল্য দেয় না। গুগলে কর্মরত দের মধ্যে ১৫% কর্মী কলেজই শেষ করেননি বা কলেজেই যাননি।

  • গুগল প্রতি বছর এপ্রিল মাসের প্রথম দিন তাদের কর্মী দের অভিনব কায়দায় অবাক করে দিয়ে এপ্রিল ফুল উদযাপন করে। আর ২০০৪ সালের ১ লা এপ্রিল গুগলের জিমেইল চালু করা হয়। তাই, অনেকেই তখন ভাবে যে এটাও হয়তো একটা এপ্রিল ফুল প্র্যাংক।
গুগল এর কিছু অজানা তথ্য
  • বরাবরের মত ২০০৭ সালের ১লা এপ্রিল, গুগল তাদের কর্মকর্তা দের একটি মেইল পাঠান এই বলে যে, তাদের অফিসে একটি অজগর ঢুকে পড়েছে। সবাই বুঝতে পারে যে এটি একটি এপ্রিল ফুল প্র্যাংক। কিন্তু পরে দেখা যায় সত্যি সত্যিই একটি অজগর এসে পড়ে গুগল এর অফিস প্রাংগনে।
গুগল এর কিছু অজানা তথ্য
  • গুগল এর বর্তমান নাম এর বানানটি  (Google) ভুল করে দেয়া হয়। গুগলের প্রতিষ্ঠাতারা চেয়েছিল বানানটি হবে (Googol), যার মানে ১ এর পর ১০০ টি শূন্য। তবে তারা ভুল করে ফেলে।

  • ২০১০ সাল থেকে প্রতি মাসে গুগল ২ টি করে নতুন কোম্পানি কিনে নেয়।

  • গুগল প্রতি বছর শুধুমাত্র বিজ্ঞাপন দাতাদের কাছ থেকেই প্রায় ২০-৩০ বিলিয়ন ডলার আয় করে।
গুগল এর কিছু অজানা তথ্য
  • গুগল এর ‘I am feeling lucky’ বাটনটির কারণে প্রতিবছর গুগলের প্রায় ১১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়। কারণ এই বাটনটি দিয়ে সার্চ দিলে গুগল কোন বিজ্ঞাপন দেখায় না। তবে, শুধুমাত্র ব্যবহারকারীদের কথা ভেবেই গুগল এই বাটনটি চালু রাখে।
গুগল এর কিছু অজানা তথ্য
  • ১৯৯৯ সালে গুগলের প্রতিষ্ঠাতারা এক্সাইট নামের একটি কোম্পানির নিকট মাত্র ১ মিলিয়ন ডলার এর বিনিময়ে গুগল কে বিক্রি করে দিতে চায়, কিন্তু এক্সাইট গুগল কে না কিনার সিদ্ধান্ত নেয়।

  • গুগলের ফাউন্ডাররা ইয়াহুর নিকট একবার গুগলকে বিক্রি করে দিতে চায়। কিন্তু ইয়াহু কিনে নি। তবে ২০০২ সালের দিকে গুগল এর কাছে ইয়াহু ৩ বিলিয়ন ডলার এর প্রস্তাব নিয়ে আসে, Google কে কিনার জন্য। কিন্তু গুগল আর রাজী হয় নি।

  • গুগল এর হোমপেজ টি প্রথম থেকেই একদমই সাধারণ। এ তে ২৮ টি শব্দের বেশি ব্যবহার করা হয় না। এর পেছনে আসল কারণটি হল – গুগলের ফাউন্ডাররা তখন ভাল করে HTML (ওয়েব ডিজাইন ল্যাংগুয়েজ) জানতেন না। তাই তারা যত সহজ ভাবে সাইট টি সাজানো যায়,তাই করেন।
    গুগল এর কিছু অজানা তথ্য

  • এমনকি গুগলের প্রথম দিকে সাইটে কোন সার্চ বাটন ছিল না, যা সার্চ করবেন তা লিখে ‘Enter’ কি চাপতে হত। কারণ গুগল এর ফাউন্ডাররা সার্চ বাটন ডিজাইন করতে জানতেন না।

  • গুগলের হোমপেজে বিজ্ঞাপন দিতে প্রয়োজন ১০ মিলিয়ন ডলার, কিন্তু তাও কেউই হোমপেজে বিজ্ঞাপন দিতে পারবে না। কারণ গুগল চায় তাদের হোমপেজটি সবসময় আগের মতই অতি সাধারণ থাকুক। ব্যবহারকারীরা যাতে কোন বিরক্তিকর অবস্থায় না পড়েন, তাও গুগলের লক্ষ্য।

  • ২০০৬ সালে ‘Merriam-Webster and Oxford English dictionary’ ইংরেজি তে ‘Google’ শব্দটিকে একটি ক্রিয়াপদ হিসেবে অন্তর্ভুক্ত করে। Google এর মানে হল – গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে ইন্টারনেট থেকে কিছু খোজা।

  • গুগল হেডকোয়ার্টার এর ঘাস কাটার জন্য গুগল ২০০ টি ছাগল ভাড়া করে। তারা সাধারণত লনমোয়ার  বা ঘাস কাটার কোন যন্ত্র ব্যবহার করে না, ছাগলরাই সব পরিষ্কার করে ফেলে।
গুগল এর কিছু অজানা তথ্য গুগল এর কিছু অজানা তথ্য
  • ‘GOOGLE’ তার বানানের সব গুলো অক্ষরই কপিরাইট করে রেখেছে।

  • আপনি যদি বর্তমানে কম্পিউটারে এই সাইটটি ভিজিট করে থাকেন, তাহলে আপনি www.google.com/images ঠিকানায় যান। এবং গিয়ে সার্চ দিন “atari breakout” লিখে। আর মজা দেখুন। আপনি artari breakout গেমটি আপনার ব্রাউজারেই খেলতে পারবেন।

  • Apple Inc. কোম্পানির সিইও স্টিভ জবস একবার গুগুলে কল করে জানান যে, গুগল এর লোগো তে ২য় ‘O’  টির রঙ পুরোপুরি হলুদ নয়। তাই তারা যেন সেটি ঠিক করে নেয়।

  • গুগল এর একটি আন অফিশিয়াল মটো রয়েছে তা হল-  “Don’t be evil.”

  • Google.com এ প্রায় ৬০ ট্রিলিয়ন সাইট ইন্ডেক্স করা আছে।
     

  • প্রতি সেকেন্ডে Google এ প্রায় ৩ মিলিয়ন টি সার্চ রিকুয়েষ্ট করা হয়।

  • পৃথিবীতে ভিজিটর এর সংখ্যার হিসেবে Google ই সর্ব প্রথম সাইট। তার পর আছে ফেসবুক।
     

  • ১৬ আগষ্ট, ২০১৩ সালে ৫ মিনিটের জন্য গুগল এর সাইট ডাউন হয়। আর তাতেই, ৪০% ইন্টারনেট ব্যবহারকারী কমে যায়।

  • প্রতিদিন প্রায় ১৬% নতুন কিছু গুগলে সার্চ করা হয়, যেগুলো গুগলে আগে কেউ কখনো সার্চ করে নি।

  • গুগল বর্তমানে Alphabet Inc. নামের একটি প্যারেন্ট কোম্পানীর অধীনে কাজ চালাচ্ছে। আর সেই কোম্পানীর (অর্থ্যাৎ গুগলের) বর্তমান মূল্য প্রায় ৫৭০ বিলিয়ন ডলার।



গুগল সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন

সারাবিশ্বে গুগলকে চিনে না এমন মানুষকে খুজে বের করা বর্তমান সময়ে বেশ দুষ্কর। সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে তারা বর্তমানে জায়ান্ট হিসেবেই বিখ্যাত। গুগল ইনকর্পোরেশন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কোম্পানী। গুগল বর্তমানে শুধু সার্চ ইঞ্জিন নয় বরং তার চেয়েও বেশি কিছু। আজ আমরা আপনাদের সামনে গুগলের সেই অজানা বিষয়গুলো তুলে ধরবো।


১। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা এই কথা আমরা সবাই জানি। কিন্তু এই কথা কি জানি যে, গুগলের যাত্রা শুরু হয়েছিল একটি গ্যারেজে। ক্যালিফোর্নিয়ার সান্তা মার্গারিটা এভিনিউর সুসান ওজচিক্কি গ্যারেজে শুরু হয় গুগলের যাত্রা ১৯৯৮ সালে।
২। প্রথম দিকে গুগলের কর্মী ছিলেন সার্গেই আর ল্যারি। তাই তারা দুপুরের লাঞ্চে যাওয়ার সময় হোমপেজে লিখে রেখে যেতেন, সার্গেই এবং ল্যারি এখন দুপুরের খাবার খাচ্ছে তাই কোন ধরনের যান্ত্রিক ত্রুটি এখন সমাধান সম্ভব নয়। অনুগ্রহ করে অপেক্ষা করুন।
৩। গুগলের টুইটার পেজে প্রথম টুইটটি ছিল “I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010” এতবড় সংখ্যা দেখে নিশ্চয়ই ভাবছেন এর মানে কি? এর অর্থ হলো I am feeling lukcy। এটি বাইনারি ভাষায় লেখা একটি কথা।

৪। ১৯৯৮ সালে গুগলের যাত্রা শুরু হলেও গুগল সারাবিশ্বের কাছে প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিতি পায় ২০০০ সালের দিকে। এর আগে সারাবিশ্বে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ছিল ইয়াহু। এই ইয়াহু গুগলকে ১ মিলিয়ন ডলারে কিনে ফেলার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা তা কিনেনি। আজ গুগল ২০০ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিষ্ঠান আর ইয়াহু ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিষ্ঠান।
জানেন কি?
৫। গুগলে প্রতিঘন্টায় সার্চ হয় প্রায় ১ বিলিয়ন কী ওয়ার্ড। এরজন্য গুগলের রয়েছে প্রায় ১ মিলিয়ন সার্ভার। সামগ্রিক হিসেবে এটি সারাবিশ্বের মোট সার্ভারের ২ শতাংশ হলো গুগলের।
৬। গুগল কিন্তু এলিয়েনদেরও সার্ভিস দিয়ে থাকে। গুগলে রয়েছে প্রায় ৮০টির মতো ভাষা তার মধ্যে একটি হলো স্টার ট্র্যাক। এছাড়া সাম্প্রতিক গুগল এলিয়েন খোজার মিশনে নেমেছে তারা নাসার সাথে যৌথভাবে অ্যালিয়েন খোজার মিশনে কাজ করছে।
৭। গুগল সার্চ বক্সে আপনি যদি লিখেন ২৪১৫৪৩৯০৩। তবে দেখতে পাবেন অদ্ভুত কিছু ছবি। ছবিগুলোতে কিছু মানুষ ডীপফ্রিজের ভেতরে মাথা ঢুকিয়ে বসে আছে। এই রকম আরো কিছু পাগলামি রয়েছে গুগলের। তেমনি কিছু কী ওয়ার্ড লিখে আপনি I am feeling lucky বাটনে ক্লিক করুন আর দেখুন চমক। লিখুন, Google Gravity, Epic Google, Google Loco Google Hacker, Google Mogic, Google Moon।

৮। মাইক্রোসফট, অ্যাপল প্রত্যেকেই গুগলকে কিনে ফেলতে চেয়েছিল। মাইক্রোসফট কয়েকবার চেষ্টার পর গুগল কিনতে না পেরে বিং নামের সার্চ ইঞ্জিন চালু করে। যা মূলত গুগলের সাথে প্রতিযোগিতা করার জন্য।
৯। অ্যান্ড্রয়েড, ক্রোমবুক, নেক্সাস, গুগল গ্লাস ছাড়াও গুগল আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে তার মধ্যে রয়েছে গুগল ফাইবার যা দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থা করবে। এছাড়া গুগল ড্রোন, গুগল রোবট, গুগল কার সহ আরো অনেক কিছু।
১০। গুগল তার নামের আশেপাশে প্রায় ৫০০০০ নাম নিজেদের করায়ত্ত করে রেখেছে। আপনি google এর কম্বিনেশন করে যতগুলো দেখতে মানানসই নাম পাবেন তার সবগুলোই গুগল কিনে রেখেছে।


ফেসবুক সম্পর্কে কিছু অজানা ও অবিশ্বাস্য তথ্য

ফেসবুক কে বলা চলে আমাদের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন কোন না কোন সময় আমরা ফেসবুকে ঢুঁ মারি। এক কথায়  Facebook আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গিয়েছে। ফেসবুক হয়তো আমরা নিয়মিতই ভিজিট করি কিন্তু ফেসবুক এর অজানা তথ্য গুলো সম্পর্কে বেশি কিছু জানি না। তাই, আজ এই পোস্টে আমরা আপনাদেরকে জানাবো Facebook সম্পর্কে কিছু অজানা ও অবিশ্বাস্য তথ্য। তাহলে চলুন শুরু করা যাক।
  • বর্তমানে পৃথিবীতে প্রায় ১.৬৫ বিলিয়ন একটিভ ফেসবুক ইউজার রয়েছে।
fb-unknown-facts
  • প্রতি দিন Facebook এ বিভিন্ন পোস্টে প্রায় ৫ বিলিয়ন লাইক পরে।
fb-unknown-facts
  • প্রতিদিন প্রায় ১.১০ বিলিয়ন ইউজার ফেসবুকে লগ-ইন করেন।
fb-unknown-facts
  • সিএন এন এর হিসেব অনুযায়ী Facebook এ বর্তমানে প্রায় ৮৪ মিলিয়ন ফেইক আই ডি রয়েছে।
fb-unknown-facts
  • ফেসবুকে প্রতিদিন প্রায় ৩০০ মিলিয়ন ছবি আপলোড করা হয়।

  • প্রতি মিনিটে ফেসবুকে প্রায় ৫১০ টি কমেন্ট পোস্ট করা হয়।

  • ফেসবুকে প্রতি মিনিটে প্রায় ২,৯৩,০০০ টি স্ট্যাটাস আপডেট করা হয়।

  • প্রতি মিনিটে ফেসবুকে প্রায় ১,৩৬,০০০ টি ছবি আপলোড করা হয়।

  • ফেসবুক এর বর্তমান ডোমেইন নেইমটি (Facebook.com) ২,০০,০০০ ডলার দিয়ে কিনা হয়। এর আগে ফেসবুক এর ডোমেইন নেম ছিল (Thefacebook.com)। তবে আপনি চাইলে এখনও আগের ডোমেইন নেম (Thefacebook.com) দিয়েও ফেসবুক ভিজিট করতে পারবেন।

  • ২০১০ সালে ফেসবুক আবারো একটি নতুন ডোমেইন কিনে যা হল- www.fb.com। তবে এই ডোমেইন কিনতে Facebook এর ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়।

       Read about Mark Zuckerberg: Mark Zuckerberg সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য!

fb-unknown-facts
  • ফেসবুক এর ‘লাইক’ বাটন টির নাম প্রথমে ‘অসাম’ বাটন দেয়ার কথা ছিল। তবে পরে মার্ক যাকারবার্গ ‘লাইক’ বাটনই বেছে নেন।
fb-unknown-facts
  • Facebook এর সার্ভারে প্রায় ৩০০ পেটাবাইট ফাইল সংরক্ষিত রয়েছে। (১ পেটাবাইট = ১০ লাখ গিগাবাইট)
fb-unknown-facts
  • ফেসবুকে প্রতি সেকেন্ড এ প্রায় টি নতুন একাউন্ট খোলা হয়।

  • ক্রিস পুতনাম নামের একজন হ্যাকার একবার Facebook হ্যাক করে ১০০০ এর বেশি ফেসবুক একাউন্টকে বদলে ফেলেন ‘মাই স্পেস’ একাউন্ট এর আদলে। পরে ফেসবুক তা জানতে পারে এবং তাকে ফেসবুকে চাকরি করার সুযোগ দেয়।


ইউটিউব সম্পর্কে কিছু অজানা মজার তথ্য, যা চমকে দিবে আপনাকে!

ন্টারনেট এর এই যুগে ভিডিও শেয়ারিং সাইট ‘ইউটিউব/YouTube’ ভিজিট করে না এমন মানুষ হয়তো পাওয়া দুষ্কর। আপনিও হয়তো ‘YouTube‘ এর একজন নিয়মিত ভিজিটর। প্রতিদিন ইউটিউব এ আপলোড করা হচ্ছে বিভিন্ন ধরনের ভিডিও। এবং আমরা সেই ভিডিও গলো দেখি এবং মজা পাই বা কিছু শিখি। ইউটিউব হয়তো আমরা ব্যাবহার করি ঠিকই, কিন্তু ইউটিউব এর কিছু অজানা তথ্য সম্পর্কে আমরা  জানি না। তাই, আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম YouTube সম্পর্কে কিছু অজানা মজার তথ্য। ইউটিউব সম্পর্কে এই তথ্য গুলোর মাধ্যমে আমরা চাই আপনাদের কিছু চমকপ্রদ জিনিস জানাতে। তাহলে চলুন শুরু করা যাক।
  • ইউটিউব প্রথমে একটি ড্যাটিং সাইট হিসেবে যাত্রা শুরু করে। ২০০৫ সালে ইউটিউবের যাত্রা শুরু হয়।

  • ইউটিউব এর জনক মোট তিন জন। যারা হলেন- চাড হার্লে, স্টিভ চেন ও জাওয়েদ কারিম। তারা সবাই ‘পেপাল’ তখন কোম্পানিতে কর্মরত ছিলেন।
youtube-facts
  • তারা তাদের বোনাস আয় দিয়ে তখন ইউটিউব এর খরচ বহন করতেন।

  • YouTube এর সহ-প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক।
karim-jawed-image
  • ২০০৬ সালের নভেম্বরে গুগল  ১.৬৫ বিলিয়ন ডলার এর বিনিময়ে ইউটিউব কিনে নেয়।

     


  • ইউটিউব এ আপলোড করা প্রথম ভিডিও টি হচ্ছে “Me at zoo”। যা ২৩ এপ্রিল, ২০০৫ এ রাত ৮.২৭ মিনিট এ আপলোড করা হয়। ভিডিওটিতে ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতা ‘জাওয়েদ করিম’ কে  চড়িয়াখানায় ঘুরতে দেখা যায়।

  • ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে দক্ষিণ কোরিয়ার গায়ক ‘PSY’ এর Gangnam Style’ ভিডিওটি। এটি বর্তমানে প্রায় ২.৫ বিলিয়ন এরও বেশি বার দেখা হয়েছে। যা এখনো প্রতিনিয়ত বাড়ছে।
ইউটিউব এর কিছু অজানা তথ্য
  • সবচেয়ে বেশি দেখা সাধারণ ভিডিও (মিউজিক ভিডিও নয়) হচ্ছে “Charlie Bit My Finger”। যা দেখা হয়েছে প্রায় ৮৪১ মিলিয়ন বার।

  • YouTube এ প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন এর বেশি এক্টিভ ইউজার ভিজিট করেন।

  • প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৪০০ ঘন্টার ভিডিও আপলোড করা হচ্ছে। এবং তা প্রতিনিয়ত বাড়ছে।

  • প্রতিদিন ফেইসবুকে যে পরিমাণ ইউটিউব ভিডিও শেয়ার করা হয় তা দেখতে আপনার প্রায় ৫০০ বছর লেগে যাবে।


  • ধারণা করা হয় ইউটিউবে যত ভিডিও আছে তা দেখতে প্রায় ২০০০ বছরের প্রয়োজন। এবং তা প্রতিনিয়ত বাড়ছে।

  • YouTube এ যদি আপনি বাফারিং এর সম্মুখিন হোন তাহলে তার মাঝে আপনি ‘স্নেক’ গেমটি খেলতে পারবেন। বাফারিং চলাকালিন কি-বোর্ডের যেকোন এরো-কি তে চাপলেই গেমটি শুরু হয়ে যাবে।
লেখা বা ছবি কপি করা আইনত দন্ডনীয় অপরাধ

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.