Header Ads

Star Awkward Information

Mark Zuckerberg সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য!

লেখক ও সম্পাদক : ইঞ্জিনিয়ার নাহিদ আলম - সাহন

মাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ফেসবুক। ঘুম থেকে উঠেই হয়তো একটি বার ফেসবুকে ভিজিট না করলে যেন চলেই না। আর এই বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি তৈরি করেছিলেন কম্পিউটার প্রোগ্রামার মার্ক জুকারবার্গ/মার্ক জাকারবার্গ। বর্তমানে তিনি আমদের খুবই পরিচিত মুখ। তিনি ২০০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ফেইসবুক লাঞ্চ করেন। আর তার পরের সব তো ইতিহাস। তবে এই বিখ্যাত ব্যক্তি সম্পর্কে হয়তো আমরা অনেক কমই জানি। আর তাই আজ আমরা আপনাদের জানাবো ফেসবুকের প্রতিষ্ঠাতা ”মার্ক জুকারবার্গ/Mark Zuckerberg” সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য। তাহলে চলুন ধারণা নেয়া যাক মার্ক জুকারবার্গ এর তথ্য (অজানা) গুলো সম্পর্কে।

  • মার্ক এর পুরো নাম ”মার্ক এলিওট জুকারবার্গ”। তিনি ১৯৮৪ সালের ১৪ই মে জন্মগ্রহণ করেন।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক জুকারবার্গ মাত্র ২৩ বছর বয়সে বিলিয়নিয়ার হন। যা ইতিহাসে সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হওয়ার একটি রেকর্ড।

  • বর্তমানে মার্ক জুকারবার্গ এর সম্পদের পরিমাণ প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলার। তিনি পৃথিবীতে সবচেয়ে ধনীদের মধ্যে ৬ নম্বরে রয়েছেন।

  • জুকারবার্গ মৃত্যুর আগে তার সম্পদের কমপক্ষে  ৫০% দান করে যাবেন।

  • জুকারবার্গ তার অনেক দিনের পুরোনো বন্ধু ”প্রিসিলা চ্যান” এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তারা তাদের আত্মীয়দের বিয়ের দাওয়াত দেন নি,তারা সবাইকে জানান যে তারা প্রিসিলার গ্রেজুয়েশন সেলিব্রেট করতে যাচ্ছেন। কিন্তু সবাই যাওয়ার পর বুঝতে পারেন যে কি হতে চলেছে। সবাইকে সারপ্রাইজ করাই ছিল তাদের এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক যুকারবার্গ ‘মান্দারিন’ ভাষা শিখেন ২০১০ সালে যাতে করে তিনি তার স্ত্রীর পরিবারের সাথে তাদের ভাষায় সাথে কথা বলতে পারেন।

  • বর্তমানে তাদের একটি মেয়েও রয়েছে যার নাম ‘‘Maxima Chan Zuckerberg
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক ও প্রিসিলা তাদের ফেসবুক এর শেয়ার এর ৯৯% ই দান করে যাবেন। যার মূল্য বর্তমানে প্রায় ৪৮ বিলিয়ন ডলার।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক জুকারবার্গ একজন বিলিয়নিয়ার। তিনি ফেসবুক এর সিইও। তবে তার এই কাজের জন্য তিনি ফেসবুক থেকে কত বেতন নেন, তা জানলে হয়তো আপনি অবাক হবেন। তার বেতন বছরে ১$ বা ৮০ টাকা মাত্র।
     
  • আমরা ফেসবুকে অন্যান্য ওয়েবসাইট এর মত বিজ্ঞাপন দেখি না। কারণ, জাকারবার্গ মনে করেন বিজ্ঞাপন আসলে ফেসবুক ব্যবহারকারীদের জন্য খুবই বিরক্তিকর। বিখ্যাত কোম্পানি ইয়াহু, MTV জুকারবার্গের কাছে বিজ্ঞাপন বিক্রি করতে আসেন, কিন্তু জুকারবার্গ তা গ্রহণ করেন নি।

  • Mark Zuckerberg ও ফেসবুক কে নিয়ে হলিউডে একটি মুভিও তৈরি হয়েছে, যার নাম ‘The Social Network’। ছবিটিতে জুকারবার্গের চরিত্রে অভিনয় করেন ‘জেসি আইসেনবার্গ’। তবে জুকারবার্গ এই মুভিটিকে খুব একটা পছন্দ করেন নি, তার মতে এই মুভিতে তার জীবনের আসল কাহিনী থেকে অনেক কিছু বাদ দেয়া হয়েছে আবার কিছু অতিরিক্ত যোগও করা হয়েছে। তবে যাই হোক, যদি ফেসবুক ও যুকারবার্গ সম্পর্কে কিছু জানতে চান তাহলে আপনাকে এই মুভিটি দেখতেই হবে।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার আগেই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান। তার এই সিদ্ধান্ত ছিল ফেসবুককে আরো সময় দেয়ার জন্য।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক জুকারবার্গ হার্ভার্ড ইউনিভার্সিটি তে পড়াকালীন তার হোস্টেল রুম থেকেই ফেসবুক লাঞ্চ করেন।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • যখন জুকারবার্গ হাই স্কুলে পড়তেন, তখন তিনি একটি মোবাইল এপ বানান যা কিনা বিখ্যাত কোম্পানি মাইক্রোসফট, AOL এর চোখে পড়ে। তখন ওই কোম্পানি গুলো তার এপটি কিনে নিতে চায় এবং তাকে চাকুরির অফার ও দেয়। কিন্তু তিনি তার কোনটাই গ্রহণ করেন নি। এবং ওই এপটি তিনি ফ্রি তে ইন্টারনেট এ ছড়িয়ে দেন।

  • মার্ক এর বাবা-মা, তিনি স্কুলে পড়ার সময় তার জন্য বাসায় একজন কম্পিউটার শিক্ষক নিয়োগ দেন। কিন্তু কিছুদিন পর ঐ শিক্ষক জানিয়ে দেন যে, তার পক্ষে মার্ক কে পড়ানো খুবই বিব্রতিকর, কারণ মার্ক মাঝে মাঝেই তার শিক্ষক কে ছাড়িয়ে যান।

  • মার্ক যুকারবার্গ খুবই ছোট বয়স থেকেই কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা শুরু করেন। তিনি মাত্র ১২ বছর বয়সেই উনার বাবার ডেন্টাল অফিসের জন্য একটি প্রোগ্রাম তৈরি করেন। যার নাম দেন ‘Zucknet’।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক জুকারবার্গ সবসময় ছাই রঙের একটি টি-শার্ট পড়ে ফেসবুক কার্যালয়ে আসেন। তাকে এ বিষয়ে  জিজ্ঞাসা করলে তিনি বলেন, তিনি চান না অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে, যত সময় পান তার সবটাই তিনি ফেসবুক কমিউনিটি তথা পৃথিবীর সবার উন্নতির জন্য ব্যয় করতে চান। তাই তিনি সবসময় একই রঙের টি-শার্ট পরিধান করেন, যাতে কোনদিন কোন রঙের টি-শার্ট পরবেন তা নিয়ে ভেবে সময় নষ্ট না হয়। তিনি যা বলেছিলেন- “I really want to clear my life to make it so that I have to make as few decisions as possible about anything except how to best serve the community”.
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • মার্ক এর নিজস্ব বাড়িটি রয়েছে ক্যালিফোর্নিয়ায়। যার বর্তমান মূল্য প্রায় ৬ মিলিয়ন ডলার।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • Mark Zuckerberg লাল-সবুজ বর্ণান্ধ। যার ফলে ফেসবুকের থিম ও নীল-সাদা রঙের। কারণ তিনি নীল রঙটি ভাল দেখতে পান।

  • মার্ক প্রতি বছর নতুন করে একটি বড় ‘চ্যালেঞ্জ’ নেন। এবং তা  শেষ করেন। ২০১৬ সালের চ্যালেঞ্জটি হল তিনি মোট ৩৬৫ মাইল (৩৬৫ দিনে) দৌড়াবেন। তবে ইতিমধ্যেই তিনি সেই চ্যালেঞ্জ টি শেষ করে ফেলেছেন।
মার্ক জুকারবার্গ এর তথ্য
  • জুকারবার্গ তার বাড়িতে কোন TV রাখেন না, এবং ভবিষ্যতে রাখারও কোন ইচ্ছা নেই। কারণ,  তিনি সাধারণত কম্পিউটার এ কাজ করেই সময় কাটান।


‘জাস্টিন বিবার/Justin Bieber’ সম্পর্কে কিছু মজাদার ও অজানা তথ্য!

বর্তমানে পপ সঙ্গীত শিল্পী  জাস্টিন বিবার (Justin Bieber) বলতে গেলে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তবে তার হেটারও কিন্তু কম নয়। তবে যাই হোক তিনি তার ভক্তদের মন ঠিকই জয় করে নিয়েছেন। অনেকেরই হয়তো প্রিয় শিল্পীর তালিকায় রয়েছেন জাস্টিন বিবার/JB। তবে হয়তো তার সম্পর্কে এত বেশি কিছু জানেন না। তাই আজকের এই পোস্টে আমরা জানাবো ‘জাস্টিন বিবার/Justin Bieber’ সম্পর্কে কিছু মজাদার ও অজানা তথ্য। চলুন জেনে নেয়া যাক, জাস্টিন বিবার এর অজানা তথ্য গুলো।

  • জাস্টিন বিবারের জন্ম তারিখ ১লা মার্চ, ১৯৯৪। তার জন্মস্থান কানাডা।
জাস্টিন বিবার অজানা তথ্য
  • তার পুরো নাম হচ্ছে ‘জাস্টিন ড্র্যু বিবার’/Justin Drew Bieber।

  • তার প্রিয় গায়ক হল – Usher, Michael Jackson, Stevie Wonder।

  • তার প্রিয় রঙ হল নীল এবং পার্পল।
জাস্টিন বিবার অজানা তথ্য
  • তিনি বামহাতি।
justin-bieber-facts-bangla
  • জাস্টিন বিবার প্রথমে একজন ইউটিউবার ছিলেন। তিনি বিভিন্ন গানের ‘কাভার’ করে তা ইউটিউব এ আপলোড দিতেন।
justin-bieber-facts-bangla
  • জাস্টিন বিবার আর সেলেনা গোমেজ প্রেমিক যুগল ছিলেন। তবে বর্তমানে তারা আলাদা রয়েছেন।
justin-bieber-facts-bangla
  • জাস্টিন বিবারের গুরু/ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বিখ্যাত হলিউড সুপারস্টার ‘উইল স্মিথ’। তার মতে তারা সপ্তাহে কমপক্ষে একবার কথা বলেন এবং JB কে উইল স্মিথ বিভিন্ন উপদেশ দিয়ে সাহায্য করেন।
justin-bieber-facts-bangla
  • Justin Bieber ফরাসী ভাষায় পারদর্শী এবং জার্মান ভাষাও শিখার শুরু করেছেন।

  • এক সময় তিনি তার মাথাত ভর্তি চুলের জন্য বিখ্যাত ছলেন। পরে তিনি সেই চুল গুলো কেটে ফেলেন। এবং কেটে ফেলা চুল গুলো তিনি ‘ebay’ তে নিলামে তোলেন। পরে তা ৪০,০০০ ডলার এ বিক্রি হয়। তা থেকে পাওিয়া সব টাকাই তিনি দান করে দেন।
justin-bieber-facts-bangla
  • যদি তিনি গায়ক না হতেন, তাহলে তার আর্কিট্যাক্ট হওয়ার ইচ্ছে ছিল।

  • তিনি মোট চারটি বাদ্য যন্ত্র বাজাতে পারেন – ট্রাম্পেট, গিটার, পিয়ানো ও ড্রামস। তিনি ছোটবেলা থেকেই এগুলো বাজানো রপ্ত করেন।

  • বিখ্যাত সঙ্গীত শিল্পী ’Usher’ ই প্রথমে জাস্টিন বিবার কে বাণিজ্যিকভাবে কোন কন্ট্রাক্টে সাইন করান।
justin-bieber-facts-bangla
  • যদি Usher তাকে সাইন না করাতো তাহলে তিনি ‘আমেরিকান আইডল’ এ প্রতিযোগী হিসেবে যোগ দিতেন।

  • তার বাবা একজন MMA ফাইটার ছিলেন।

  • Justin Bieber বিখ্যাত বক্সার ‘ফ্লয়েড মেওয়েদার’/ ‘’Floyd Mayweather এর কাছ থেকে কিছুদিন বক্সিং শিক্ষা গ্রহণ করেছেন।
justin-bieber-facts-bangla
  • তার গাওয়া বিখ্যাত গান ‘Baby’ বর্তমানে ইন্টারনেটে সবচেয়ে বেশি বার ডিসলাইকড হওয়া ভিডিও। এখন পর্যন্ত এটি প্রায় ৬৪ লাখ ৮৪ হাজারটি  Dislike পেয়েছে।
justin-bieber-facts-bangla
  • গড়ে JB প্রতি সপ্তাহে প্রায় ১ লাখের মত নতুন  ফেসবুক ফলোয়ার পান।

Eminem/এমিনেম সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য!

যারা Rap/Hip-hop গান শুনে থাকেন তাদের হয়তো Eminem কে চিনতে কষ্ট হবে না। বর্তমানে পৃথিবীতে এমিনেম কেই Rap এর রাজা বলা চলে। তিনি মাত্র ১৩ বছর বয়স থেকেই র‍্যাপ এর জগতে প্রবেশ করেন। এবং বর্তমানে পৃথিবীতে সবচেয়ে আলোচিত র‍্যাপার হিসেবে পরিচিত। আপনি হয়তো এমিনেম এর অনেক গান শুনেছেন কিন্তু তার সম্পর্কে খুবই কম জানেন, বিশেষ করে এমিনেম এর অজানা তথ্য গুলো। চিন্তা করবেন না, কারণ আমরা আজ নিয়ে এসেছি এমিনেম (Eminem) সম্পর্কে কিছু অজানা ও অবাক করা তথ্য। চলুন দেখে নেয়া যাক।

  • Eminem ১৯৭২ সালের ১৭ই অক্টোবর Detroit এ জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স ৪৩ বছর।

  • এমিনেম এর প্রকৃত নাম মার্শাল ব্রুস ম্যাথার্স/Marshall Bruce Mathers।

  • এমিনেম বামহাতি।
Eminem-unknown-facts-bangla
  • এমিনেম তার গানে মোট তিনটি চরিত্র ব্যবহার করেন- ১।এমিনেম ২।স্লিম শ্যাডি ৩।মার্শাল ম্যাথার্স

  • এমিনেম কমিক বুক খুবই পছন্দ করতেন। এবং বড় হয়ে কমিক বুক আর্টিস্ট হওয়ার স্বপ্ন ছিল তার।

  • এমিনেম এর বাবা তিনি ছোট থাকাকালীনই তাদের কে ছেড়ে চলে যান। আর কখনো ফিরে আসেন নি।

  • এমিনেম এর বয়স যখন মাত্র নয় বছর তখন স্কুলে তাকে ‘Bullying’ এর স্বীকার হতে হয়। তাকে প্রায় প্রতিদিনই মারা হত। একদিন এমন ভাবে মারা হয় যে তিনি এক সপ্তাহের জন্য কোমায় চলে যান।

  • এমিনেম এর ‘’Bully’’ নাম এর একটি গানও রয়েছে। যা কিনা স্কুলের ঐ বুলি কে নিয়ে গাওয়া।

  • Brain Damage নামের একটি গানও এমিনেম ওই বুলি কে নিয়ে গান। এবং অই বুলি এমিনেম এর বিরুদ্ধে মানহানী মামলা করে। যদিও মামলায় এমিনেমই জিতেন।

  • এমিনেম 9th গ্রেড এ থাকাকালীন তিন বার ফেইল করেন। এবং পরে তাকে আর ওই স্কুলে রাখা হয়নি। এবং এমিনেম ও আর কোন দিন কোথাও পড়ালেখা করেন নি।

  • এমিনেম কম্পিউটার ব্যবহার করতে জানে না।
.
  • এমিনেম এর অল্টার ইগো ‘স্লিম শ্যাডি/Slim Shady’ কে তো কম-বেশি সবাই চেনেন।কিন্তু স্লিম শ্যাডির কথা এমিনেম টয়লেটে বসে চিন্তা করে বের করেন।.
Eminem-unknown-facts-bangla
  • এমিনেম প্রথমে একটি আন-অফিসিয়াল এলবাম (Infinite-1996) বের করেন, যেটি মাত্র ১০০০ কপি বিক্রি হয়।

  • তারপরেই, এমিনেম তার প্রথম অফিসিয়াল এলবাম (The slim shady LP-1999) বের করেন, যেটি ১৮ মিলিয়ন কপি বিক্রি হয়। এবং তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে ‘The fastest selling hip-hop artist’ হিসেবে নাম লেখান।
Eminem-unknown-facts-bangla
  • এমিনেম আগে প্রতি রাতে সবসময় ডিকশনারি থেকে নতুন-নতুন শব্দ শিখতেন, যাতে পরে গান লিখতে সেগুলো কাজে লাগে।

  • বলা যায়, এমিনেম কে মানুষের নজরে নিয়ে আসেন Dr. Dre। Eminem যখন প্রথম তার সাথে দেখা করতে যায়, তখন এমিনেম এর ভাল কোন কাপড় ছিল না এবং কোন অর্থও ছিলনা যে ভাল জামা কিনবেন। তিনি একটি হলুদ ট্র‍্যাকশ্যুট পরে যান। যা তিনি পেয়েছিলেন কোন এক স্পন্সর এর কাছ থেকে।

  • Dr DRE কে নিয়েও Eminem অনেক গান লিখেছেন যার মধ্যে ‘’I need a doctor’’ অন্যতম।
Eminem-unknown-facts-bangla
  • এমিনেম এর গাওয়া ‘ Rap God’ গানটিতে ১৫৬০ টি শব্দ রয়েছে যা এমিনেম মাত্র ৬ মিনিট ৪ সেকেন্ড এ গেয়েছেন, এটি একটি বিশ্বরেকর্ড।
Eminem-unknown-facts-bangla
  • Rap God গানটিতে একটি অংশ আছে যেখানে এমিনেম মাত্র ১৫ সেকেন্ড এ ৯৭ টি শব্দের র‍্যাপ দেন (গড়ে প্রতি সেকেন্ড এ ৬.৫০ টি শব্দ)। এবং এটাও একটি বিশ্বরেকর্ড। ভেবে দেখুন আপনি ১ সেকেন্ডে কই টি শব্দ বলতে পারেন।
Eminem-unknown-facts-bangla
  • এমিনেম এর গাওয়া বিখ্যাত গান ‘ Lose Yourself ‘বিখ্যাত  অস্কার পুরষ্কার পায়। এবং তিনি একমাত্র র‍্যাপ সঙ্গীত শিল্পী যিনি কিনা অস্কার জিতেছেন।
Eminem-unknown-facts-bangla
  • Eminem বর্তমানে প্রায় ২২৫ মিলয়ন ডলার এর মালিক।

  • Eminem এর জীবন কাহিনী নিয়ে নির্মিত মুভিটি হচ্ছে ‘8 mile’।
Eminem-unknown-facts-bangla
  • এই মুভিটিতে এমিনেম নিজেই তার চরিত্রে অভিনয় করেন।

  • 8 miles ছাড়াও তিনি আরো কিছু মুভি ও টিভি সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করেন সেগুলো হল – The Wash (2001), Funny People (2009), The Interview (2014) এবং টিভি সিরিজ Entourage (2010)

  • এমিনেম কে র‍্যাপিং এ উৎসাহিত করেন তার আঙ্কেল Ronnie। তিনিই তাকে প্রথম কোন হিপ-হপ গান শুনান। তবে ১৯৯১ সালে এমিনেম এর আঙ্কেল আত্মহত্যা করেন। তাতে এমিনেম মারাত্মক ভাবে ব্যাথিত হন। এবং তিনি টানা তিন-চার দিন কারো সাথে কথা বলেন নি।

  • এমিনেম এর সবচেয়ে কাছের বন্ধু ছিল ‘Proof’। তারা এক সাথেই গান গেতেন। কিন্তু ২০০৬ সালে তাকে গুলি করে হত্যা করা হয়। তারপর এমিনেম বিমুর্ষু হইয়ে পড়েন। এমিনেম তাকে অনেক গুলো গান উৎসর্গ করেছেন। তার মধ্যে অন্যতম হল ‘You are never over’।
Eminem-unknown-facts-bangla
  • এমিনেম মোট ১৫ টি Grammy Award জিতেছেন। এবং তিনিই র‍্যাপার দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যামি এওয়ার্ড প্রাপ্ত গায়ক।

  • এমিনেম এর প্রায় ১৭৩ মিলিয়ন কপি এলবাম (অনলাইন এলবাম) বিক্রি হয়েছে।

  • ২০০০ সাল থেকে আজ পর্যন্ত যে কোন শিল্পীর চেয়ে, সবচেয়ে বেশি এলবাম বিক্রি হয়েছে এমিনেম এর। এই জন্য তাকে ‘The Artist of the Decade’ বলা হয়।

লেখা বা ছবি কপি করা আইনত দন্ডনীয় অপরাধ



No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.