Header Ads

Graphcis Design

গ্রাফিক/ওয়েব ডিজাইনের জন্য সেরা ২০০টি অ্যাপ, টুল্‌স আর রিসোর্স কালেকশন! বুকমার্ক করে রাখুন অবশ্যই!

 লেখক ও সম্পাদক : ইঞ্জিনিয়ার নাহিদ আলম - সাহন

গ্রাফিক/ওয়েব ডিজাইনের জন্য সেরা ২০০টি অ্যাপ, টুল্‌স আর রিসোর্স কালেকশন! বুকমার্ক করে রাখুন অবশ্যই!
ডিজাইন নিঃসন্দেহে সৃজনশীল কাজ। এই সৃজনশীলতাকে আরো প্রাণবন্ত করতে প্রয়োজন হয় বিভিন্ন রিসোর্সের। আজ আলোচনা করব গ্রাফিক/ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজনীয় ২০০ অ্যাপ, টুলস্‌ আর রিসোর্স নিয়ে। চলুন দেখে নেয়া যাক।

বৃহৎ ডিজাইন নেটওয়ার্ক

ws_Envatcalypse_2560x1440

সারাবিশ্বের সৃজনশীল গ্রাফিক ডিজাইনাররা নিজেদের কাজ এবং পন্য প্রদর্শনের জন্য রয়েছে জনপ্রিয় কিছু ওয়েবসাইট নেটওয়ার্ক। ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনারদের কাছে এই ওয়েবসাইটগুলো খুবই কার্যকরি। বর্তমানে ডিজাইনাররা সমমনা অন্যান্য ডিজাইনার এবং ক্লায়েন্টদের কাছে তাদের পারদর্শিতা এবং যোগ্যতা প্রকাশের অন্যতম সামাজিক মাধ্যম হিসেবে বিবেচনা করেন, যেখানে সংশ্লিষ্ট শিল্পের সেবাগ্রহীতা এবং সেবাপ্রদানকারিদের মধ্যে একটি বিশ্বস্ত অনলাইন যোগাযোগ মাধ্যমের বিকাশ ঘটেছে। ডিজাইনাররা সাধারণত তাদের প্রকল্পগুলো পোর্টফোলিও হিসেবে রাখেন এবং অন্নান্য ডিজাইনার এবং বায়াররা সেগুলো পর্যবেক্ষণ করে এবং অনেক সাময় বায়াররা এখান থেকে তাদের চাহিদা উপযোগি পন্যের অর্ডার দেন, কিংবা যোগ্যতাসম্পন্ন ডিজাইনারদের তাদের কাস্টম প্রজেক্টের জন্য হায়ার করেন।

ফন্ট রিসোর্স (প্রিন্ট/ওয়েব)

projukti teamডিজাইনারদের জন্য অনেক ফন্টের প্রয়োজন হয়। সময়মত প্রয়োজনীয় ফন্টের জন্য পোহাতে হয় বিড়ম্বনা। পেশাদার কাজের জন্য প্রয়োজন হয় ভালো মানের ফন্টের তাই ফন্ট রিসোর্স এর কিছু ওয়েবসাইট। বুকমার্ক করে নিন।

কালার রিসোর্স (প্রিন্ট/ওয়েব)

  • প্রযুক্তি টিম
    ডিজাইনিং কিন্তু একটি সৃষ্টিশীল কাজ। এ কাজে সৃষ্টিশীলতার গুরুত্ব লেখক, শিল্পী বা কবিদের কাজে যেমন, তেমনই বেশি। কিন্তু অনেক সময় উপযুক্ত সহায়তার অভাবে ডিজাইনাররা রুচিশীল, সুন্দর কোনো ডিজাইন সৃষ্টি করতে পারেন না। এ কারণেই ওয়েবের বিশাল ভুবন থেকে এমন কিছু ওয়েব রিসোর্স খুঁজে একত্র করা হল যেগুলো ডিজাইনারদের কালার কম্বিনেশনের কাজে দারুণ সহায়তা করবে।
    COLOURlovers
  • Adobe Kuler
  • ColRD
  • 0to255
  • ColorMunki
  • Pictaculous
  • Color Hunter
  • ColoRotate
  • Check My Colors
  • Color Scheme Designer

ভেক্টর আইকন, বান্ডেল, ব্রাশ এবং অন্যান্য

প্রত্যেক ডিজাইনারেরই অনেকগুলো টুলস আর রিসোর্স দরকার পরে, সময় মতো সঠিক টুলস না পেলে কাজ করতে অনেক অনেক ঝামেলা পোহাতে হয়। তাই ডিজাইনের প্রয়োজনীয় টুলসগুলো গুছিয়ে আলাদা আলাদা ফোল্ডারে রাখা দরকার। প্রয়োজনিয় সাইটগুলোর লিঙ্ক বুকমার্ক করে রাখুন।

ডিজাইনারদের জন্য আইপ্যাড এবং আইফোন অ্যাপ

বাংলা টিউটোরিয়াল
অসাধারণ কিছু আইপ্যাড এবং আইফোন অ্যাপ ডিজাইনের জন্য। বুকমার্ক করে রাখতে পারেন।

মোবাইল অ্যাপ ডেভেলাপমেন্ট টুলস্‌ এবং রিসোর্স

  • প্রযুক্তি টিম
    অ্যাপ ডেভেলপ করতে গেলে প্রয়োজন হয় অনেক রকমের ওয়েবসাইট। ডেভেলপারদের কাছে এসব সাইট টুল হিসেবে পরিচিত। এসব সাইট থেকে প্রয়োজনীয় কনটেন্ট সংগ্রহ কাজকে সহজ করে দেয়, নিজে থেকে অনেক জিনিস তৈরির করার প্রয়োজন হয় না। তাই এরকম কিছু ওয়েব সাইটের লিংকঃ
    Fluid UI
  • Cabana
  • ps
  • App Cooker
  • Crashlytics
  • App Annie
  • Mobile Roadie
  • Parse
  • Appboy

ইনফোগ্রাফিক এবং ডাটা ভিজুয়েলাইজেশন রিসোর্স

প্রযুক্তি টিম

ইনফোগ্রাফি

যারা ইনফোগ্রাফি এবং ডাটা ভিজুয়েলাইজেশন কাজ করে থাকেন তাদের জন্য অসাধারণ কিছু রিসোর্সঃ

ওয়েব ডেভেলপমেন্ট টুলস্‌ এবং রিসোর্স

  • Screenshot_5
    ক্যারিয়ার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট খুবই জনপ্রিয়।বর্তমান মার্কেটপ্লেস গুলোতে ওয়েব ডেভেলপমেন্ট জোয়ার চলছে। আর এই ওয়েব ভেলপমেন্টকে সহজ করে দিতে ইন্টারনেট এ আছে হরেক রকমের রেস্পন্সিভ টুলস, রিসোর্স ও সাইট। তারমধ্যে কিছু সাইট এর লিংকঃ
    Coda
  • W3 Markup
  • Firebug
  • Style Tiles
  • Mobify
  • Responsive Grid System
  • SnipSave
  • Retinajs
  • Jquerypp
  • WooThemes

ডিজাইন গ্যালারি (ইন্সপাইরেশন)

Screenshot_8

ডিজাইন ব্লগ

 প্রযুক্তি টিম

ডিজাইন ম্যাগাজিন

গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলাপমেন্ট প্রশিক্ষণ

 প্রযুক্তি টিম

ডিজাইন স্কুল

ডিজাইন সংক্রান্ত জব খুজার মাধ্যম

ডিজাইনারদের অ্যাফিলিয়েট সার্ভিস

অনলাইন প্রিন্ট সার্ভিস

Screenshot_16

বিবিধ

Screenshot_17

ডিজাইন কমিউনিটি

Screenshot_7

ওয়েব টেষ্টিং এন্ড অপটিমাইজেশন টুল্‌স

Screenshot_6
অনপেজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এই টুলগুলো বেশ কাজের, তবে নতুনদের জন্যে এ টুলগুলোর ব্যবহার একটু কঠিন মনে হতে পারে।

গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে এ পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ

গ্রাফিক ডিজাইনার হয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে এ পোস্টটি আপনার জন্য গুরুত্বপূর্ণ
ফ্রিল্যান্সিং সেক্টরে গ্রাফিক ডিজাইন শিখার প্রতি আগ্রহটা একটু বেশি দেখা যায়। হুমম, অনলাইনে সুযোগ রয়েছেও অনেক। ভাল মানের ডিজাইনারদের চাহিদা মার্কেটপ্লেসগুলোতে অনেক বেশি। কাজ শিখার পর অনেকদিন প্রাকটিস করার পর যে কেউ ভালমানের ডিজাইনার হতে পারে। ডিজাইনার হয়ে কেউ জন্মায় না।  অনেক প্রাকটিস যে কাউকে ডিজাইনার বানাতে পারে।

গ্রাফিক ডিজাইনারদের জন্য অনলাইনে আয়ের সেক্টরগুলো নিচে উল্লেখ করা হলো:

 ডিজাইন প্রতিযোগিতা: শুধুমাত্র বিভিন্ন ডিজাইন প্রতিযোগীতাতে অংশগ্রহণ করে আয় করা যায় এরকম অনেক মার্কেটপ্লেস রয়েছে। এসব মার্কেটপ্লেসে কোন বায়ার তাদের প্রয়োজনীয় ডিজাইন যোগাড় করার জন্য প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগীতাতে অংশগ্রহনকারী যে ডিজাইনারের ডিজাইন পছন্দ হবে, নির্দিষ্ট সময় শেষে তাকে পুরস্কৃত করা হয়।
সাধারণত ৩০০ডলার থেকে ১২০০ডলার পযন্ত পুরস্কার দেওয়া হয়। 
এরকম বিখ্যাত সাইটের নাম: 99designs.com
 ডিজাইন বিক্রি: কিছু মার্কেটপ্লেস আছে, যেখানে নিজের করা ডিজাইন জমা রাখা যায়। সেখানে বিভিন্ন বায়ার এসে তাদের পছন্দ অনুযায়ি ডিজাইনটি কিনে থাকে। একটা ডিজাই্ন একের অধিক যতবার ইচ্ছে বিক্রি হতে পারে। অর্থাৎ আপনার একটা ডিজাইন অনেকবার বিক্রি হয়ে আপনাকে এনে দিচ্ছে বসে বসে ইনকাম।
এরকম বিখ্যাত সাইটের নাম: graphicriver.net
 বিড করে কাজ যোগাড়: অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে বায়ার তার কাজে বর্ণনা করে পোস্ট করে। ফ্রিল্যান্সাররা সেখানে কাজটি করতে চেয়ে আবেদন করে, যাকে বিড করা বুঝায়। এখানে পোর্টফলিও শক্তিশালী না থাকার কারনে নতুনদের জন্য কাজ পাওয়াটা কষ্টদায়ক হয়ে থাকে।
এরকম বিখ্যাত সাইটের নাম: upwork.com
 গিগ বিক্রির মাধ্যমে আয়: ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিসের কথা উল্লেখ করে রাখে যাকে গিগ বলে। এসব গিগ পড়ে বিভিন্ন বায়ার তাদের পছন্দ অনুযায়ি অর্ডার দিয়ে থাকে। একটা গিগেই হাজার হাজার বার অর্ডার আসতে পারে। বিড করার জন্য টেনশন করতে হয়না।
এরকম বিখ্যাত সাইটের নাম: fiverr.com

এছাড়াও আরো অনেক রকম ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকেও অনলাইনে আয় করা সম্ভব হয়।
যেমন: গেঞ্জি কিংবা অন্যান্য গিফট আইটেম ডিজাইন করে সেগুলোর বিক্রি থেকেও ভাল আয় করার মত অনলাইনে সাইট রয়েছে।

গ্রাফিক ডিজাইন শিখবেন কিভাবে, বিস্তারিত গাইডলাইন


 ধাপঃ ১
অনলাইনে বিভিন্ন টিউটোরিয়ালগুলো খুজে বের করুন, সেগুলো পড়ুন কিংবা ভিডিও হলে দেখুন।
ইউটিউবে সার্চ করে ভাল ভিডিও সোর্স খুজে বের করতে পারবেন।
দেখে দেখে ৫টি প্রজেক্ট করুন এবং আপনার দক্ষতাকে আরও বৃদ্ধি করতে পারেন।

গ্রাফিক ডিজাইন শিখার জন্য ইংরেজিতে সবচাইতে বিখ্যাত ওয়েবসাইট:
১) http://www.lynda.com/
২) http://tutsplus.com/
এছাড়া বাংলার জন্য দেখতে পারেন
www.projuktiteam.com
 ধাপঃ ২
অনেক কিছু শিখতে হবে। যদি আপনার কম্পিউটার সম্পর্কে প্রাথমিক কিছু জ্ঞান থেকে থাকে, তাহলে ইতিমধ্যে হয়ত অনেক কিছুই আপনার জানা আছে।
কি কি শিখতে হবে, তার কিছু এখানে উল্লেখ করছি।
– স্ক্যালিং: আপনার ইচ্ছেমত ছবিকে বড় এবং ছোট করা জানতে হবে।
– নির্দিষ্ট এলাকাকে কালার, টেক্সচার দিয়ে ফিল আপ করা শিখতে হবে।
– ছবির কালার এবং অন্য ধরনের কিছু পরিবর্তন করা শিখুন।
– বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ফরম্যাটে ছবিকে সংরক্ষণ করুন।
– ছবির একটি নির্দিষ্ট অংশকে ডিলিট করা কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখুন।
– ছবিকে ক্রপ (crop) করা, আউটলাইন, এডজ ডিটেকশন করুন।
– কপি ও পেস্ট, ড্র্যাগ ও ড্রপ, ডুপলিকেট করা শিখুন।
– ছবিকে ফ্লিপ (Flip) করা, বিভিন্ন অ্যাংগেলে রোটেট করা (rotate) করা
– মুভ (move), নাডজ (Nudge) এর বিষয় জানতে হবে।
– নতুন লেয়ার তৈরি এবং লেয়ারের বিভিন্ন ইফেক্ট জানা থাকতে হবে।
– প্রয়োজন অনুযায়ি কালার ব্যবহার করা জানা জরুরী
– গ্রে স্ক্যাল (gray scale) কিংবা ছবিকে সাদাকালো কিংবা ছবিকে নেগেটিভ করা জানতে হবে।
– টেক্সচার, শ্যাডো এবং অন্যান্য স্পেশাল ইফেক্ট (পোস্টারাইজ (Posterize), পিক্সেলাইজ (Pixelize), অ্যামবুস( Emboss), ব্লার (Blur), শার্পেন ৯ Sharpen) ইত্যাদি ব্যাপারে জানা থাকতে হবে।
– বর্ডার (Borders) তৈরি, স্ক্যাল ব্যবহার।
– ব্যাকগ্রাউন্ড (Background), ফরগ্রাউন্ড (foreground) সম্পর্কে ধারণা
– আইকন এবং লোগো তৈরি
– পেজ লেআউট তৈরি, কলাম তৈরি করা শিখতে হবে।
– লেখার সাইজ পরিবর্তন, বোল্ড, ইটালিক ইত্যাদি করা জানতে হবে।
 ধাপঃ৩
নিজের ব্যক্তিগত কিংবা আশেপাশের অন্যদের প্রফেশনাল কাজগুলো ফ্রি করে দিন। অনেকগুলো রিয়েল প্রজেক্ট করলে মোটামুটি কনফিডেন্ট তৈরি হবে।
 ধাপঃ৪
ধাপঃ২ এবং ধাপঃ ৩ এর পর আপনি মোটমুটি কাজ শিখে গেছেন। এবার আপনাকে কনটেস্টে অংশগ্রহন করতে হবে। যদিও কনটেস্টে জয় লাভ করা কষ্টকর। কিন্তু আপনি শুধু জেতার জন্য কনটেস্টে অংশগ্রহণ করবেননা। প্রতিযোগিতার বাজার দেখে নিজেকে আরও দক্ষ করা এবং নিজের দক্ষতাকে সবার সামনে প্রকাশ করার জন্য অনলাইনে বিভিন্ন কনটেস্টে অংশগ্রহণ করুন।
 ধাপঃ৫
আপনার করা ডিজাইনকে অনলাইনে বিভিন্ন সাইটে (behance.netdribble.com) কিংবা নিজের তৈরি করা ব্লগের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করুন।

গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কাজ অনলাইনে করার জন্য নিচের ২০টি বিষয় ভালভাবে শিখুন:

বিজনেস কার্ড, ফ্লাইয়ার ডিজাইন, ব্লুশিয়ার (বাই ফোল্ড, ট্রাইফোল্ড), ব্যানার (ওয়েব ব্যানার, বিল বোর্ড, পেপার অ্যাড), ইমেজ রিটাচ, ইমেজ ম্যানিপুলেশন, ফেসবুক কভার ছবি, বুক কভার ডিজাইন, স্টেশনারী ডিজাইন (লোগো ডিজাইন, আইকন ডিজাইন, লেটারহেড ডিজাইন, ইনভেলাপ, টি-শার্ট, ক্যালেন্ডার ডিজাইন), প্রোডাক্ট প্যাকেজিং, ওয়েব টেমপ্লেট ডিজাইন, ইনফো গ্রাফিক, অ্যাপস ডিজাইন।

গ্রাফিক ডিজাইনের জন্য ব্যবহৃত দুটি সফটওয়্যার: ফটোশপ, ইল্যাস্ট্রেটর। প্রফেশনাল কাজের জন্য দুটি সফটওয়্যারই ব্যবহার করতে হয়।

লেখা বা ছবি কপি করা আইনত দন্ডনীয় অপরাধ

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.