Header Ads

Tech Knoeledge

 TECH KNOWLEDGE

 লেখক ও সম্পাদক : ইঞ্জিনিয়ার নাহিদ আলম - সাহন

• Virus হল- Vital information Resources Under Seize ।
• মস্তিষ্কের তিন অংশ- গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মেডুলা ।
• মেরুদন্ডের প্রতিটি অস্থিকে- কশেরুকা বলে ।
• রকেট ও জেট বিমানে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়- তরল অক্সিজেন ।
• আকাশ নীল দেখায়- নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ।
• আয়নার পশ্চাতে পারদ ব্যবহৃত হয় ।
• সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু- কপার ও তামা ।
• কত ক্যারেটের স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বলা হয়- ২৪ ক্যারেট ।
• লিথিয়াম হল- সবচেয়ে হালকা ধাতু ।
• ওসমিয়াম হল- সবচেয়ে ঘনধাতু ।
• সবচেয়ে মূল্যবান ধাতু- প্লাটিনাম ।
• বৈদ্যুতিক বিলের হিসাব কিভাবে করা হয়-কিলোওয়াট ঘন্টায় ।
• তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ গঠিত হয়- লাল, নীল, সবুজ তথা RGB।
• ‘সিডর’ কোন ভাষার শব্দ : সিংহলি যার অর্থ চোখ ।
• টলেমি কি ছিলেন- জ্যাতির্বিদ(১৮তম বিসিএস) ।
• কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায়- ৭৬ বছর ।
• সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সে:মি: এ- ১০ নিউটন ।
• জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়- ৬ ঘন্টা ১৩ মি. পর ।


কয়েকটি আবিষ্কার ও আবিষ্কারকের নাম ।




১. আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন== = জার্মান বিজ্ঞানি স্মেল
২. থেলিস কিসের জন্য বিখ্যাত==== সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য
৩. সিনেমাস্কোপপ্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়==== অবতল
৪. চার্জের এককের নাম কি=== কুলম্ব
৫. মধ্যাকর্ষণজনিত ত্বরণ কোথায় সর্বোচ্চ==== ভূপৃষ্ঠে
৬. গামা রশ্মির শক্তি দৃশ্যমান আলোর চেয়ে কতগুণ বেশি=== পঞ্চাশ হাজার গুণ
৭. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত=== ৩৩
৮. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত=== ৭৫-৯৫ ভাগ
৯. পারমাণবিক চুল্লীতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়=== সোডিয়াম
১০. জিনতত্ত্বের জনক বলা হয় কাকে==== জোহান মেন্ডেলকে

Computer releted কিছু ওয়ার্ড এর শর্ট ফর্ম




  1. ) COMPUTER ☞ Common Oriented Machine.Particularly United and used under Technical and Educational Research.
    2.) YAHOO ☞ Yet Another Hierarchical Officious Oracle.
    3.) WINDOW ☞ Wide Interactive Network Development for Office work Solution.
    4.) GOOGLE ☞ Global Organization Of Oriented Group Language Of Earth.
    5.) VIRUS ☞ Vital Information Resources Under Siege.
    6.) UMTS ☞ Universal Mobile Telecommunicati
    ons System.
    7.) AMOLED ☞ Active-matrix organic light-emitting diode.
    8.) OLED ☞ Organic light- emitting diode.
    9.) IMEI ☞ InternationalMobile Equipment Identity.
    10.) ESN ☞ Electronic SerialNumber.
    11.) UPS ☞ Uninterruptible power supply.
    12. HDMI ☞ High-DefinitionMultimedia Interface.
    13.) VPN ☞ Virtual private network.
    14.) APN ☞ Access Point Name.
    15.) SIM ☞ Subscriber Identity Module.
    16.) LED ☞ Light emitting diode.
    17.) DLNA ☞ Digital Living Network Alliance.
    18.) RAM ☞ Random access memory.
    19.) ROM ☞ Read only memory.
    20.) VGA ☞ Video Graphics Array.
    21.) QVGA ☞ Quarter Video Graphics Array.
    22.) WVGA ☞ Wide video graphics array.
    23.) WXGA ☞ Widescreen Extended Graphics Array.
    24.) USB ☞ Universal serial Bus.
    25.) WLAN ☞ Wireless Local Area Network.
    26.) PPI ☞ Pixels Per Inch.
    27.) LCD ☞ Liquid Crystal Display.
    28.) HSDPA ☞ High speed down- link packet access.
    29.) HSUPA ☞ High-Speed Uplink Packet Access.
    30.) HSPA ☞ High Speed Packet Access.
    31.) GPRS ☞ General Packet Radio Service.
    32.) EDGE ☞ Enhanced Data Rates for Global Evolution.
    33.) NFC ☞ Near field communication.
    34.) OTG ☞ On-the-go.
    35.) S-LCD ☞ Super Liquid Crystal Display.
    36.) O.S. ☞ Operating system.
    37.) SNS ☞ Social network service.
    38.) H.S ☞ HOTSPOT.
    39.) P.O.I ☞ Point of interest.
    40.) GPS ☞ Global Positioning System.
    41.) DVD ☞ Digital Video Disk.
    42.) DTP ☞ Desk top publishing.
    43.) DNSE ☞ Digital natural sound engine.
    44.) OVI ☞ Ohio Video Intranet.
    45.) CDMA ☞ Code Division Multiple Access.
    46.) WCDMA ☞ Wide-band Code Division Multiple Access.
    47.) GSM ☞ Global System for Mobile Communications.
    48.) WI-FI ☞ Wireless Fidelity.
    49.) DIVX ☞ Digital internet video access.
    50.) APK ☞ Authenticated public key.
    51.) J2ME ☞ Java 2 micro edition.
    52.) SIS ☞ Installation source.
    53.) DELL ☞ Digital electronic link library.
    54.) ACER ☞ Acquisition Collaboration Experimentation Reflection.
    55.)RSS ☞ Really simple syndication.
    56.) TFT ☞ Thin film transistor.
    57.) AMR ☞ Adaptive Multi-Rate.
    58.) MPEG ☞ moving pictures experts group.
    59.) IVRS ☞ Interactive Voice Response System.
    60.) HP ☞ Hewlett Packard
    61.) DDoS attacks ☞ distributed denial of service

ইন্টারনেট এর কিছু তথ্য

বিশ্বে ইন্টারনেট চালু হয় — ১৯৬৯ সালে।
বাংলাদেশে ইন্টারনেট চালু হয় — ১৯৯৬ সালে।
ইন্টারনেটের জনক — ভিনটন জি কার্ফ।
WWW এর অর্থ — World Wide Web.
WWW এর জনক — টিম বার্নাস লি ।
ই-মেইল এর জনক কে — রে টমলি সন।
ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক — এলান এমটাজ।
Internet Corporation For Assiged Names And Number– ICANN এর প্রতিষ্টা — ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর ক্যালিফোর্নিয়)
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম — ডট কম।
কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে — ১৫ মার্চ ১৯৮৫ সালে।
ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ — প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার(Web Browser) — Opera, Mozilla,Internet Explorer, Rock Melt, Google Chromr.
বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা — সার্জে এম বেরিন ও লেরি পেজ।
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট — Twitter, Facebook, Diaspora,MySpace, Orkut.
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ? — ২০০৬ সালে।
টুইটারের প্রতিষ্টাতা — জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
ফেসবুকের প্রতিষ্টাতা — মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস,ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় — ২০০৪ সালে।
ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে বলে — টেলি মেডিসিন।
উইকিপিডিয়া কি — অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
উইকিপিডিয়া কে প্রতিষ্টা — জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
উইকিপিডিয়া প্রতিষ্ঠিত হয় — ২০০১ সালে ।
উইকিপিডিয়া ফাউন্ডেশন — অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
উইকিলিকস(wikileaks) — সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
উইকিলিকস(Wikileaks) এর কাজ — বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেরগুরুত্বপূর্ন এমনএকটি গোপন সংবাদসংগ্রহ করে প্রকাশ করা ।
উইকিলিকস(Wikileaks) কে প্রতিষ্টা করেন — জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম — ARPANET(Advanced Research Projects Agency Network)
ফ্লিকার — ছবি শেয়ারিং সাইট Flickr.
ইউটউব — ভিডিও শেয়ারিং সাইট YouTube.
YouTube এর প্রতিষ্টাতা কে — স্টিভ চ্যান, জাভেদ করিম ।
স্প্যাম — অনাকাঙ্কিত ই-মেইল

লেখা বা ছবি কপি করা আইনত দন্ডনীয় অপরাধ

No comments

Theme images by enot-poloskun. Powered by Blogger.