Header Ads

From Youtube Video Download

From Youtube Video Download

লেখক ও সম্পাদক : ইঞ্জিনিয়ার নাহিদ আলম - সাহন


প্রথমে একটি ব্রাউজার ওপেন করুন। যেমন : Mozila Firefox,Google Chrome। তারপর youtube.com  থেকে যখন ইউটিউব চ্যানেলে ভিডিও রান করবেন। তখন হয়ত একটি আপনার পছন্দ হয়ে যেতে পারে। কিন্তু ইউটিউব থেকে তো সরাসরি ডাউনলোড করা যায় না। 

ইউটিউব থেকে ডাউনলোড করা যায় দুটি উপায়ে :
১। ডাউনলোড অ্যাপস (বুস্ট - ডেবিট,ক্রেডিট,মাস্টার কার্ড)
২। ওয়েব থেকে সরাসরি ডাউনলোড (ফ্রি)

জনপ্রিয় ডাউনলোড অ্যাপস -

জনপ্রিয় ডাউনলোড ওয়েব -

Apps

উম্মি ভিডিও ডাউলোডার থেকে ডাউনলোড করার জন্য প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে তা ইনস্টল করতে হবে। তারপর তা লাইন্সেস কি দ্বারা এক্টিব করতে হবে। তার জন্য সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করুন - ummy video downloder 1.7 or 1.8 version লাইন্সেস কি। আপনি যে ভার্সন ডাউনলোড করেছেন তা লিখে সার্চ করবেন।
তারপর স্টেপ অনুযায়ী আপনার ই-মেইল ,আপনার ব্যাংক কার্ড নাম্বার দিন এরপর আপনার ই-মেইলে চলে যাবে লাইন্সেস কি।
আপনার পছন্দের গানের লিংক কপি করে তা অ্যাপসে নিয়ে পেস্ট করলেই চলে আসবে ভিডিও তারপর ডাউনলোডে ক্লিক করুন।

Web

প্রথমে ইউটিউব ভিডিও রান করুন । তারপর ভিডিও লিংক কপি করুন। এরপর keepvid.com সার্চ ইঞ্জিনে সার্চ করুন। তারপর সেখানে থাকা ডাউনলোড সার্চে ইউটিউব লিংক পেস্ট করুন। তারপর ডাউনলোড ক্লিক করুন। এরপর ভিডিও পিক্রেল সিলেক্ট করুন। তারপর সেভ ফাইল ----- আপনার ডাউনলোড সম্পন্ন হলে তা মাল্টিমিডিয়া অ্যাপস দিয়ে রান করুন। 
কিপভিডের মাধ্যমে  মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবেন।
কিপভিডের মাধ্যমে আরও ডাউনলোড করতে পারবেন ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, টুইটার, ভাইভার ইত্যাদি ভিডিও।




Vidmate vidmate

ভিডমেটের মাধ্যমে মোবাইল অ্যাপ থেকে ইউটিউব ভিডিও ,অডিও ,মুভি,টিভি সিরিয়াল ডাউনলোড করতে পারবেন ও দেখতে পারবেন। এছাড়াও ভিটমেট পিসি ভার্সন থেকে কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারেন। vidmate.com  or  vidmate for pc 

ধন্যবাদ, আরও আপডেট তথ্য পেতে সবসময় সাথে থাকুন ও প্রতিদিন ওয়েবসাইট ভিজিট করুন । 

লেখা বা ছবি কপি করা আইনত দন্ডনীয় অপরাধ।

1 comment:

Theme images by enot-poloskun. Powered by Blogger.